April 12, 2025
বিদেশ

রাশিয়াকে কি আক্রমণ করতে চলেছে আমেরিকা?

সংবাদ কলকাতা: আমেরিকার নাগরিকদের রাশিয়ায় থাকতে নিষেধ করল মার্কিন প্রশাসন। দ্রুত তাঁদের সেখান থেকে দেশে ফিরে আসার অনুরোধ জানানো হয়েছে। এবং নতুন করে কাউকে রাশিয়াতে যেতেও নিষেধ করা হয়েছে। কোনও কারণ ছাড়াই আমেরিকার নাগরিকদের রাশিয়ার প্রশাসন ধরপাকড় করায় এই সিদ্ধান্ত নিল জো বাইডেন প্রশাসন

একদিকে ইউক্রেনের উপর রাশিয়ার ক্রমাগত আক্রমণ বাড়ানো, অন্যদিকে আমেরিকার এই সিদ্ধান্তের মধ্যে যোগসূত্র খুঁজছে আন্তর্জাতিক মহল। তাহলে কি রাশিয়ার বিরুদ্ধে বড় কোনও পদক্ষেপ নিতে চলেছে আমেরিকা? সেজন্যই কি দেশবাসীকে আগাম সতর্ক করা হচ্ছে? উঠছে নানা প্রশ্ন।

মার্কিন দূতাবাস থেকে এব্যাপারে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, অত্যন্ত প্রয়োজন থাকলেও মার্কিনবাসীদের আমেরিকায় যেতে নিষেধ করা হয়েছে।

প্রসঙ্গত, ইউক্রেনের ন্যাটোয় অন্তর্ভুক্তি নিয়ে ২০২১ সালে রাশিয়া-ইউক্রেনের মধ্যে তীব্র বিরোধ শুরু হয়। অবশেষে দীর্ঘকালীন যুদ্ধ শুরু হয়। ইউক্রেনকে আক্রমণ করে রাশিয়া। দেশের বেশিরভাগ পরিকাঠামো ধ্বংস করে দেয় রুশ সেনাবাহিনী। আর এই যুদ্ধকে অমানবিক ঘোষণা করে বিরোধিতা করে আমেরিকা ও ইউরোপের অধিকাংশ দেশ। যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেনকে অস্ত্র এবং রসদ দিয়ে সাহায্য করে আমেরিকা ও ইউরোপের এইসব দেশ।

এরকম পরিস্থিতিতে রাশিয়ায় আমেরিকার বাসিন্দাদের ওপর কড়াকড়ি শুরু করে রুশ প্রশাসন। কোনও কারণ ছাড়াই রাশিয়ায় আমেরিকার নাগরিকদের ধরপাকড় ও হেনস্থা শুরু হয়। কোনওরকম প্রমাণ ছাড়াই তাদের গোপন জায়গায় আটকে রাখা হয়। সন্দেহ করা হয় আমেরিকার কেউ রাশিয়ার বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি করছে কিনা। সেজন্য পড়াশোনা বা কাজের সন্ধানে থাকা মানুষকে দ্রুত আমেরিকায় ফিরে আসার অনুরোধ জানায় মার্কিন প্রশাসন।

এদিকে আমেরিকাকে পাল্টা দোষারোপ করে রাশিয়া। তাদের দাবি, ইউক্রেনকে আমেরিকা মদত দেওয়ায় যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়েছে।

Related posts

Leave a Comment