26 C
Kolkata
October 31, 2025
জেলা

রামসাই অঞ্চলের প্রধানকে গণ ডেপুটেশন দিলেন এলাকার বাসিন্দারা

ময়নাগুড়ি: প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি। শুক্রবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের রামসাই অঞ্চলের প্রধানকে গণ ডেপুটেশন সাধারণ মানুষের। এদিন দুপুর সাড়ে বারোটার দিকে তাঁরা রামসাই অঞ্চলে ১৫০ থেকে ২০০ জন ঘরের প্রাপ্য সাধারণ গ্রামবাসী বিক্ষোভ দেখাতে থাকে। প্রধান না আসায় প্রশাসনের সাথে তাদের বচসা বাঁধে।

গ্রামবাসীদের অভিযোগ, প্রধান আসার আগেই পুলিশ প্রশাসন উপস্থিত। কিন্তু আমরা আমাদের অভিযোগ প্রধান সাহেবকে জমা দিতে চায়। পুলিশ প্রশাসন এসে ব্যারিকেট দেওয়ার কি দরকার ছিল?

তাঁদের দাবি, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর প্রাপ্য ব্যক্তিদের নামে নথিভুক্ত করতে হবে, যাদের নাম প্রকৃত আবাস যোজনার তালিকায় আজ পর্যন্ত নথিভুক্ত আছে। তাঁদের তালিকা প্রকাশ করতে হবে। প্রথমে যাঁদের নাম ছিল (আবার যোজনায়) কিন্তু বর্তমানে বঞ্চিত, অথচ তাঁরাই প্রকৃত প্রাপক, তাঁদের পুনরায় আবাস যোজনায় তালিকাভুক্ত করতে হবে। প্রথম তালিকায় ২৩০৮ জনের আবাস যোজনার নাম ছিল। এখন ১৬৪০ জনের নাম চূড়ান্ত হয়েছে। কিন্তু এতগুলো ঘরের নাম কিভাবে কাটা গেল, তার জবাব দিতে হবে। পূর্বে যারা ঘর পেয়েছে, আবারও পুনরায় তাঁদের নাম তালিকায় আছে তাঁদের নাম বাতিল করতে হবে।
এরপর প্রধান সাহেব আশ্বাস দেন, তিনি বিষয়টি দেখবেন।

Related posts

Leave a Comment