সংকল্প দে, দুবরাজপুর: রাম রাজত্ব প্রতিষ্ঠার প্রার্থনাকে সামনে রেখে মুর্শিদাবাদ থেকে অযোধ্যা পর্যন্ত পদযাত্রা। গত ৪ ডিসেম্বর থেকে এই পদযাত্রা শুরু করেছেন বিশ্বম্ভর কলিতা নামে এক ব্যক্তি। তিনি বহরমপুরের চুনাখালির নিমতলা থেকে বাঘেশ্বর ধাম হয়ে রাম জন্মভূমি পৌঁছবেন। তাঁর এই পদযাত্রার ওপর যে সকল ধর্মীয় স্থান ও তীর্থক্ষেত্র পড়ছে, সেগুলি তিনি দর্শন করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ফের পদযাত্রা শুরু করছেন।
আজ তিনি বক্রেশ্বর ধাম দর্শন করলেন। পদযাত্রার মাধ্যমে শত শত কিলোমিটার রাম জন্মভূমি অযোধ্যার উদ্দেশ্যে যাওয়া এই বিশ্বম্ভর কলিতাকে এক ঝলক দেখার জন্য রাস্তায় রাস্তায় ও মোড়ে মোড়ে উৎসুক মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রসঙ্গত ২০২৪ সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে রাম মন্দিরের ধর্মীয় ও আনুষ্ঠানিক উদ্বোধন হবে। তার আগেই তিনি রাম মন্দির পৌঁছে যাবেন। এই লক্ষ্যকে সামনে রেখে পায়ে হেঁটে চলেছেন।