হলদিয়া থেকে কয়লা বোঝায় মালগাড়ি কহলগা উদ্দেশ্যে রওনা দেয়। কয়লা বোঝায় গাড়িটি রামপুরহাট স্টেশনে প্রবেশ করলে নজরে আসে গাড়িতে জ্বলছে আগুন! সঙ্গে সঙ্গে গাড়িটিকে রামপুর স্টেশন থেকে কিছুটা দূরে আউটারের মধ্যে দাঁড় করানো হয়। গাড়িটির ৫৯টি বগি ও একটি ইঞ্জিন নিয়ে রওনা দিয়েছিল। ইঞ্জিন থেকে ৮ নম্বর বগির মধ্যে আগুন দেখতে পাওয়া যায়। রেলের তরফ থেকে দমকল বিভাগ-কে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে ওই বগির মধ্যে লেগে থাকা আগুন নিভিয়ে ফেলেন প্রায় ৩০ মিনিটের মধ্যে। রেল সূত্রে জানা যায়, বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি। তবে আগুন লাগাকে কেন্দ্র করে কিছুটা হলেও আতঙ্ক সৃষ্টি হয় এলাকায়।