রামপুরহাট, ৪ আগস্ট: গতকাল চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভাঙচুর। ঘটনায় এখনও পর্যন্ত গ্রেপ্তার ১২জন। রোগী মৃত্যুর জেরে চিকিৎসককে মারধর ও হাসপাতালে ভাঙচুরের ঘটনায় এই ১২ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
রবিবার ধৃতদের রামপুরহাট আদালতে পাঠানো হয়েছে। ধৃতদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট ও চিকিৎসককে মারধর সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। তবে এই ঘটনায় মূল অভিযুক্ত দুইজনকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। সেজন্য তাদেরকে নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানিয়েছে পুলিশ।
previous post