রামপুরহাট, ২৫ মে: রাজ্যে একের পর এক বাজি কারখানায় বোমা বিস্ফোরণের পর রামপুরহাটে তাজা বোমা উদ্ধার। আজ রামপুরহাট থানার পুলিশ ২টি ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার করল। এখানকার নারায়ণপুর গ্রামে এই বোমাগুলি উদ্ধার হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নারায়ণপুর গ্রামের কিছু বাসিন্দা প্রথমে ওই ড্রাম ২টি দেখতে পান। সঙ্গে সঙ্গে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে ওই জায়গাটি ঘিরে ফেলে। এরপর খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডে। বম্ব স্কোয়াড সেগুলি উদ্ধার করে নিষ্ক্রিয় করে। তবে কে বা কারা বোমাগুলি রেখেছে তার বিস্তারিত তদন্ত করছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
previous post