18 C
Kolkata
December 24, 2024
সাহিত্য

রাবণের চিতা জ্বলছে আজও!

শ্রী দিলীপ কুমার কীর্তনীয়া

ওরা রাবণের চিতা জ্বালিয়ে রেখেছে আজও!
দাউ দাউ করে জ্বলছে এখনও সেই প্রজ্জ্বলিত চিতা!
নিয়ম শৃঙ্খলা নৈতিকতা বোধ বিবেক সর্বপরি শিক্ষা
ওই চিতায় জ্বালিয়ে দিয়েছে ওরা,মানবিক মূল্যবোধ হীণতায়!
“”””””””
দেখছো না, অভাগী মায়ের কলজে’টা
দোমরানো মোচরানো হা-হা করা, কেমন
থেঁতলে দিয়েছে ওরা!
ওরা মানুষ!????
ওরা শিক্ষিত অমানুষ!
শতাব্দীর পশু!!
আচ্ছা, শিক্ষা কি আজকাল “অমানুষ” তৈরি করছে??
নিকুচি করেছে অমন প্রতিষ্ঠান আর অমন শিক্ষার!
এমন পরিচ্ছন্ন পৈশাচিক প্রাতিষ্ঠানিক সংগঠিত হত্যা’র
উন্মাদনায় ওরা উল্লাসিত!
নির্মমতার আগুন জ্বেলে
ওরা শীতলতা কে স‌্যেঁকে
নেয়,শানিয়ে নেয় মেধা!
“””””””””
তুমি কি মানুষ? প্রতিবাদ হীন?
কেউ কেউ বলেছে ওরা আদাম আর ইভের উত্তরসুরী!
ওরা আবারও
🔥 আগুন জ্বেলেছে!
মিথ্যা আর শঠতা দিয়ে নিধন যজ্ঞে সামিল হয়ে,
অবাঞ্ছিত গনতন্ত্রে’র দোহাই
দিয়ে পশুত্বে পরিনত হয়েছে!
“”””””””””
থানা, ডিন অফ স্টুডেন্ট, কর্তৃপক্ষ, প্রিন্সিপাল, হোস্টেল সুপার,
রাজ্যের রমরমা নেতানেতৃ সব অন্ধ ধৃতরাষ্ট্র, নয়তো
জারজ!!
স- বা- ই, পা- ষ- ন্ড!!
মানুষ হত্যা,মনন হত্যা’র
সুষ্ঠ বিচার চাই।
বিচার চাই!?
“””‘””””””””
ওই আগুনে
আজ ফাগুনে
জ্বালিয়ে দাও
পুড়িয়ে দাও!!
এই কটা কেও
চিতায় দাও!!
চেতনা বিবেক
জাগবে কবে?
তোমার ছেলে
জ্বলবে যবে??
“”””””””””””””””

Related posts

Leave a Comment