November 3, 2025
রাজ্য

রানাঘাট বনগাঁ লাইনে একটি নতুন ট্রেন চালু করলেন শুভেন্দু অধিকারী

নদীয়া: ইংরেজি নববর্ষের শুরুতেই সোমবার নদীয়ার রানাঘাট রেল স্টেশনের ৭ নং প্লাটফর্ম থেকে রানাঘাট বনগাঁ সেকশন প্রয়োজনীয় বাড়তি একটি ট্রেন উপহার পেল। এদিন এই ট্রেনের উদ্বোধন করতে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার ও রানাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক পার্থ সারথী চ্যাটার্জি সহ রেলের জেনারেল ম্যানেজার ও উচ্চ পদস্থ কর্তাব্যাক্তিরা। সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর ঠিক তার আগে এই ট্রেন উপহার দেওয়ায় একদিকে নিত্য রেলযাত্রীদের অনেকটাই সুবিধা হয়েছে।

New Ranaghat-Bangaon Local Opening

পাশাপাশি, বিজেপি মতুয়া ভোট ব্যাংককে কাজে লাগাতে চাইছে বলে রাজনৈতিক মহলের ধারণা। এদিন বিধায়ক, সাংসদ, পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের কাছে দাবি রাখা হয়, রেলের একাধিক প্রকল্পের কাজ নিয়ে। এছাড়া রাজ্যের শাসক শিবিরের জন্য রেলের বরাদ্দকৃত কাজ বন্ধ হয়ে যাচ্ছে বলে সাংসদ জগন্নাথ সরকার জানান।

এছাড়া নবদ্বীপ, করিমপুর, শান্তিপুর সহ কল্যাণীর এইমস প্রসঙ্গ নিয়ে সুর চড়ান। অন্যদিকে জগন্নাথ বাবু রেলের এখনও অনেক কাজ বাকি। সেগুলি দ্রুত ত্বরাণ্বিত করার দাবি রাখেন। এছাড়া সংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, চোরেরা রেলের জায়গা দখল করে বসে আছে। এরা না সরলে রেল কী করে কাজ করবে?

Related posts

Leave a Comment