October 31, 2025
জেলা

রানাঘাটে শুরু হল ১০ দিনের বিবেক উৎসব

নদিয়া, ৬ জানুয়ারি: স্বামী বিবেকানন্দের ভাবধারাকে পাথেয় করে নদিয়ার রানাঘাট কামাড়পাড়া স্বামী বিবেকানন্দ জন্মোৎসব কমিটির পক্ষ থেকে বিবেক উৎসবের শুভ সূচনা করা হয়। শুক্রবার দুপুরে রানাঘাট কামারপাড়া স্বামী বিবেকানন্দ সরণীতে স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন উৎসব কমিটির কর্ণধার রাকেশ আলি। উপস্থিত ছিলেন বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনের মহারাজ। এদিন স্বামীজি ও মুনি-ঋষিদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানানো হয়। পাশাপাশি, রানাঘাট স্বাস্থ্যোন্নতি ময়দানে আজ থেকে ১৫ ই জানুয়ারী পর্যন্ত বিবেক উৎসব চলবে। তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মহারাজ।এবিষয়ে রানাঘাট কামারপাড়া স্বামী বিবেকানন্দ জন্মোৎসব কমিটির সম্পাদক রাকেশ আলি জানান, নদিয়া তথা রানাঘাটবাসী এই উৎসবে সকলের জন্য আমন্ত্রণ রইল। দিকে দিকে স্বামীজীর চিন্তাধারাকে ছড়িয়ে দিতে বদ্ধপরিকর আমরা।

Related posts

Leave a Comment