দীননাথ চক্রবর্তী
ম মুরলি বংশীধারী রাধা রাধা ভঞ্জন অমোঘ টানঅজগর পাকে পাকে মরণ । বিরহ যাতনা উজান তুফান চন্দ্রকোটাল জাগরণ
উথাল পাথাল ভিতর বাহির পাকে পাকে মরণ।
একূল ওকূল দুকূল ভাঙে ভাঙে হৃদয় মান ,
উথলে পড়ে ছলাৎ ছলাৎ সুরঝটা বান।
ওকালো সোনা বংশীধারী বাজিও না মুরলি ,
মনচোরা সে ডাকাতি কূলভাঙা সে বিজলী ।
