November 2, 2025
সাহিত্য

রাত কত হল

দীননাথ চক্রবর্তী

রাত কত হলো?
সন্ধ্যে গড়িয়েছে বহুক্ষণ
নীল সবুজ ক্ষেতে
অন্ধকার আভরণ
এরূপে কি মানায় আর?
সব পাখি ফিরে গেছে নীড়ে
মৃত বুকে দিবসের আশা নিয়ে
দিবস ফিরেছে অন্ধকারে
তবু জানি অন্ধকার ফিকে হয়ে দিবস আসে

কেন জানি হায়
রাত কাটেনা কেন আর!
প্রহরে প্রহরে শিয়াল গৃধিনি
মানুষের বুক হাহাকার
মৃতের স্তূপ পৃথিবী হয়েছে ভার্।

এ কোন কুহকিনী এলো
রক্ত স্রোতে গঙ্গা ভাসে
প্রতিশ্রুত ফুল ।

রাত কতো হলো?
মরতে বসেছে আজ সব।

Related posts

Leave a Comment