শেখ মামুন, পাবনা
দেখেছিলাম প্রতিমা ওপারে দাড়িয়ে
ডেকেছিল সে হাত বাড়িয়ে,
উর্ধ পারে অম্বনির তরে
মায়ামতি অপসরা আহ রুপখানা!
জোনাক নেই চারি ধারে।
যুদ্ধে বাহাজ বিজিতা প্রাণ
ডলা সৈন্য করিতেছে নগন্য
সে কি সৃষ্টি অদম্য সাহসী
প্রাণ নয় ভাঙা বেড়ার দার
এক পসরা বেরুতেই
কথা হারা ঝলমলে প্রতিমা!
সাধুবাদ তোমারে তুমি সাহসী
ডুবিয়ে দাও না, রেখে যাও
তুমি কি ক্লান্ত হবে না
তবে রেখে যাও প্রতিমা
চন্দ্রমাখা প্রেম রাঙা
মায়ামতি কদর ঢালা
আজ এই রাতটি।
previous post