সংকল্প দে, বীরভূম: পুজোর সময় কালে রাঢ়বঙ্গের সাহিত্য ও সমাজ সেবার মেলবন্ধনে প্রকাশিত হল সাহিত্য পত্রিকা ‘রাজভূমি’ । বৃহস্পতিবার এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে. জেলার থেকে বিশিষ্ট সব শিল্পী – সাহিত্যিকদের আগমনে সাহিত্য পত্রিকার প্রকাশ ঘটায় এই পত্রিকা আরো বেশি সামাজিক স্তরে প্রভাব বিস্তার করবে বলে অনুমান উদ্যোক্তাদের। এই পত্রিকার মাধ্যমে মূলত বীরভূম জেলার ঐতিহাসিক পীঠস্হান হেতমপুরের সাহিত্য – সংস্কৃতির ঐতিহ্যকে বজায় রাখার ও নব প্রজন্মকে সাহিত্যমুখী করে তোলার উদ্যোগ নেন মেটেলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ দে ও প্রবীণ নাগরিক পরিমল ঠাকুর।
নিজস্ব উদ্যোগে বিগত 7 বছর ধরে সমাজ সংস্কৃতি চর্চার স্বার্থে তারা এই সাহিত্য পত্রিকা চালিয়ে আসছেন। এদিনের এই কর্মসূচিতে রাজভূমির এবছর সপ্তম সংখ্যা প্রকাশিত হল। এদিন উপস্থিত সকলেই তাদের নিজস্ব সৃষ্টি কবিতা, গান, ছড়া সাহিত্য, এই সভায় তুলে ধরেন। সাহিত্য প্রকাশ কর্মসূচিতে সকলেই হেতমপুরের ভূমিপুত্র স্কুলের প্রধান শিক্ষক গণিত শাস্ত্রে শিক্ষকতা দান করলেও সাহিত্যের প্রতি তাঁর অগাধ আস্থা ও ভালোবাসা লক্ষ্য করে অনুপ্রাণিত সকলেই। এদিন বর্তমান সময়ে রাজভূমি সাহিত্য পত্রিকার প্রাসঙ্গিকতা নিয়েও নিজেদের মতামত তুলে ধরেন আগত বিশিষ্ট জনেরা।
প্রায় 70 পৃষ্ঠার বইটিতে জেলার বিশিষ্ট শিশু সাহিত্যিক আশিষ কুমার মুখোপাধ্যায়ে, সাহিত্যিক সৌরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, ডঃ পার্থ সারথি মুখোপাধ্যায় এর মতো লেখক ছাড়াও জেলার বাইরের বিভিন্ন বিশিষ্ট লেখক – ডঃ কবিতা চৌধুরী, সনৎ দে তীর্থঙ্কর সুমিতের মতো লেখকদের লেখা স্থান পেয়েছে. বইটিতে 3 টি প্রবন্ধ, 40 টি কবিতা, 6টি গল্প সহ আরও অনেক গান, ছড়া ও বিভিন্ন বিষয় রয়েছে।
previous post