33 C
Kolkata
August 2, 2025
রাজ্য

রাজ্য সরকার আদালতের নির্দেশকেও মানছে না, ডিএ প্রসঙ্গে তোপ ইন্দ্রনীলের

সংবাদ কলকাতা: রাজ্য সরকার আদালতের নির্দেশকেও মানছে না। ডিএ ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে এমনই অভিযোগ আনলেন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ। শুক্রবার নবান্নের সামনে রাজ্য সরকারি কর্মচারীদের ধর্ণা মঞ্চে এসে এভাবেই সরকারকে বিঁধলেন ইন্দ্রনীল। তিনি বলেন রাজ্য সরকার ডিএ-র টাকা খেলা, মেলা, সিন্ডিকেট সহ একাধিক দুর্নীতির কাজে ব্যবহার করছে। যোগ্য প্রার্থীরা চাকরি পাচ্ছে না। অথচ নিয়োগের নামে দুর্নীতি করে যাচ্ছে। স্যাট সহ কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও সেই নির্দেশকে মান্যতা দিচ্ছে না এই সরকার।

পাশপাশি, তিনি গুজরাট, উত্তরপ্রদেশ সহ একাধিক বিজেপি শাসিত রাজ্যে সরকারি কর্মীদের ডিএ-র অংক বাবদ যা দেওয়া হয়, তার তুলনাতে এই রাজ্য ধারে কাছেও নেই বলে দাবি করেন। তিনি বলেন, সরকারি কর্মীরাই সরকারি পরিষেবা চালাচ্ছে। পুলিশ ছাড়া এই সরকার এক পাও চলতে পারবে না। অথচ তাদের প্রাপ্য ডিএ না দিয়ে বিভিন্ন সময়ে তাদের ধমকায়, অপমানসূচক কথা বলে দাবি করেন।

Related posts

Leave a Comment