23 C
Kolkata
December 23, 2024
দেশ

রাজ্য সরকারের বিশ্ব বাংলা লোগো লাগানো ত্রিপল ওপর বসেই সরকারকে দূষলেন দুর্গাপুরের বিজেপি বিধায়ক! শুরু বিতর্ক

দুর্গাপুর: রাজ্যজুড়ে হকার উচ্ছেদ প্রতিবাদ সহ কাঁচা সবজির মূল্যবৃদ্ধির অভিযোগ তুলে বুধবার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সামনে অবস্থান-বিক্ষোভে নামে বিজেপি। বিক্ষোভে নেতৃত্ব দেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই। বিজেপির রাজনৈতিক এই অবস্থান বিক্ষোভে বিজেপি কর্মী সর্মথকেরা পশ্চিমবঙ্গ সরকারের দুর্গতদের জন্য বরাদ্দ বিশ্ব বাংলার লোগো লাগানো ত্রিপলের উপর বসে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই চরম বিতর্কের মুখে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই।

তৃণমূল নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গ সরকারের বিপর্যয় মোকাবেলা দপ্তর সমস্ত বিধায়কদের মাধ্যমে দিয়ে থাকেন বিশ্ব বাংলার লোগো বসানো ত্রিপল। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক সেই ত্রিপল গরিব মানুষদের না দিয়ে দলের কাজে লাগাচ্ছেন। সরকারের ত্রাণের ত্রিপলের ওপর বসেই মুখ্যমন্ত্রীর বদনাম করছেন। খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার।

এ বিষয়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন,”প্রচুর হকাররা আজকের অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন। যাদের মাথায় আজ ছাদ নেই, এই ত্রিপলগুলি হকারদের দেওয়া হবে। বৃষ্টির কারণে ভিজে গিয়েছে রাস্তা। তাই হকাররা, সেই ত্রিপল পেতে বিক্ষোভে সামিল হয়েছেন। তৃণমূল কিছু না পেয়ে এর মাঝে রাজনীতি খুঁজছে।

Related posts

Leave a Comment