সংবাদ কলকাতা, ২৮ আগস্ট: আজ অর্থাৎ সোমবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হয়েছে ‘বন মহোৎসব’। ‘বন মহোৎসব’ উদযাপনে রাজ্য বিধানসভায় উপস্থিত রয়েছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত আছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম সহ বিধায়কগণ। বিরোধী পক্ষের বিধায়করাও উপস্থিত আছেন বিধানসভায় ‘বন মহোৎসব’ উদযাপনে। কিন্তু শুভেন্দু এই অনুষ্ঠানে অনুপস্থিত। তা নিয়ে রাজনৈতিক জল্পনা।
