23 C
Kolkata
December 23, 2024
রাজ্য

রাজ্যে মহিলাদের সুরক্ষা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে

শঙ্কর মণ্ডল: তৃণমূল সরকার বা মমতা ব্যানার্জী রাজনৈতিক ক্ষমতার মাধ্যমে এই রাজ্যটাকে এক ভয়ঙ্কর পরিস্থিতিতে উপস্থিত করেছেন। আর সুনন্দা দেবীর মত রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যানকে যেভাবে তার বিবৃতির মাধ্যমে কলুষিত করছেন, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আসলে এই রাজ্যের সমস্ত কমিশনকেই মমতা ব্যানার্জী ধ্বংস করেছেন। যেমন, মানবাধিকার কমিশন পুরোপুরি অস্থিত্বহীন হয়ে গেছে। তাই মৃতদেহকে পুলিশ যেভাবে টেনে-হেঁচড়ে নিয়ে গেল, তাতে মানবাধিকার একেবারেই লঙ্ঘিত। অথচ কমিশন নীরব। আর রাজ্যের মন্ত্রী তথাকথিত ডাক্তার শশী পাঁজা ও ওখানকার এসপি একইভাবে বিষ খাওয়ার তত্ত্ব যেভাবে প্রতিষ্ঠিত করতে চাইলেন, তা পুরোপুরি অভিযুক্তকে আড়াল করার চেষ্টাই বলা যায়। এমনকি সংবাদ মাধ্যমকে পর্যন্ত পুলিশকে দিয়ে আটকানোর চেষ্টা বা জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান পিয়াম কানুনগোকে যেভাবে বাধা পেতে হচ্ছে, তাতে এই রাজ্যের আইনশৃঙ্খলার ওপর প্রশ্ন আসাটাই স্বাভাবিক।

যাই হোক, এই মুহূর্তে একের পর এক ধর্ষণ ও হত্যার যে কর্মকাণ্ড চলছে, তাতে মহিলাদের সুরক্ষা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, একথা বলাই যায়।বিশেষ করে এই অপরাধীদের বেশিরভাগই একটি বিশেষ সম্প্রদায়ের। তবে কি এটা যুদ্ধের দেশকে নিজেদের দেশে পরিণত করার প্রস্তুতি?ঘটনাচক্রে এই ধর্ষিতাদের একটা বড় অংশই হয় আদিবাসী, নয় রাজবংশী, নয় তফসিলী জাতির। তাহলে এই নিন্মবর্ণের দুর্বল পরিবারগুলিই প্রথম টার্গেট? এই জঘন্য উদ্দেশ্য বা বলা ভাল দেশের সার্বভৌমত্ব নষ্ট করার চক্রান্তের কুফল যদি বুঝতে না পারেন, তাহলে কিভাবে এই দেশকে রক্ষা করা যাবে? সুদেষ্ণা দেবীরা কেবল কিছু ভোগের সামগ্রী লাভের কারণে এই জেহাদী গোষ্ঠীর মদতদাতা মমতা ব্যনার্জীর গুণগান করছেন। ঠিক এইভাবেই তথাকথিত বুদ্ধিজিবীরাও একই চরিত্র পেশ করে। আর এই সমস্ত বিষয়ে এই রাজ্যের বামপন্থীরা খুব বেশি হৈচৈ করে না, যতটা আনিশ খানের জন্য করেছিল।

সুতরাং এদের সকলেরই অভিমুখ একই। আর একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হল বাঙালি-অবাঙালি, এইভাবে দেশবাসীকে বিভাজিত করা। হ্যাঁ, আমি অপ্রাসঙ্গিক বাংলা পক্ষের কথা বলছি। এটি যদি থাকে, তা নিয়ে অবশ্যই সমালোচনা হবে। তবে সেটা আঞ্চলিকতার মাধ্যমে নয়।
যাই হোক, বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে। ব্রাহ্মণ, শূদ্র এই বিভাজনও ভবিষ্যতের জন্য ক্ষতিকর। সব ব্রাহ্মণ যেমন দোষী নয়, ঠিক তেমনি সব শূদ্রই মহান নয়।

বিশেষ দ্রষ্টব্যঃ লেখক সংযুক্ত হিন্দু ফ্রন্টের সভাপতি। মতামত তাঁর ব্যক্তিগত।

Related posts

Leave a Comment