বিষ্ণুপুর, ১৪ জুলাই: রাজ্যের পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের বলি আরও এক। এই নিয়ে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো পঞ্চাশ। মৃত ভোলানাথ মণ্ডল বিষ্ণুপুরের দড়ি কেওড়াডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ২০৯ নং বুথের বিজেপি প্রার্থী। পরিবার সুত্রের খবর, ভোটের তিন দিন আগে বাড়ি ফেরার পথে কয়েকজন দুষ্কৃতি তাঁকে বেধড়ক মারধর করে। তাঁর বুকে ও পেটে লাথি মারা হয় এবং চোখে বন্দুকের বাট দিয়ে মারা হয়। স্থানীয় বাসিন্দারা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আমতলা গ্রামীন হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু বাড়িতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তারপর, বৃহস্পতিবার তাঁকে ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু, শেষ রক্ষা হল না। শুক্রবার সকালেই তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। পরিবারের তরফে দোষীদের উপযুক্ত শাস্তির দাবী করা হয়েছে।
previous post