28 C
Kolkata
August 3, 2025
দেশ

রাজ্যে ভুয়ো আধার কার্ড রোধে সমীক্ষা শুরু করতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর

নতুন দিল্লি: রাজ্যে ভুয়ো আধার কার্ডের রমরমা রুখতে সমীক্ষা শুরু করল কেন্দ্র সরকার। সমীক্ষার শুরুতে বেছে নেওয়া হয়েছে রাজ্যের খুবই গুরুত্বপূর্ণ ও জনবহুল দুই জেলা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা।

সূত্রের খবর, কেন্দ্র সরকার ভুয়ো আধার কার্ড রুখতে বিশেষ ব্যবস্থা চালু করতে চায়। এ নিয়ে কেন্দ্রের মোদী সরকার বিশেষ সমীক্ষা চালানোর কথা ভাবনা চিন্তা শুরু করেছে দেশের বেশ কয়েকটি রাজ্যে। প্রথম পর্যায়ে মোট আটটি রাজ্যে এই বিশেষ সমীক্ষা চালানো হবে। ওই আট রাজ্যের তালিকার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও। এছাড়া রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্নাটক, কেরল, মেঘালয়, অসম ও ত্রিপুরা।

উল্লেখ্য, ভুয়ো আধার কার্ড রোধের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গত নভেম্বর মাসে দেশের সব রাজ্যের স্বরাষ্ট্রসচিবদের নিয়ে বৈঠকে বসেছিলেন। সেই বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল কিভাবে দেশে ভুয়ো আধার কার্ড রোধ করা হবে। সেজন্য সেই বৈঠকে রাজ্যগুলির স্বরাষ্ট্র সচিবদের কাছ থেকে পরামর্শ চাওয়া হয়, রাজ্যগুলিতে কীভাবে সমীক্ষা চালানো হবে।

জানা গিয়েছে, প্রাথমিক পর্যায়ে সমীক্ষা চালানোর জন্য বাংলার দুটি জেলাকে চিহ্নিত করা হয়েছে। সেই তালিকায় রয়েছে দুই ২৪ পরগনা। এছাড়া দেশের অন্যান্য জেলাগুলির মধ্যে রয়েছে তামিলনাড়ুর ত্রিপুর, কেরলের এরনাকুলাম, বেঙ্গালুরু, অসমের করিমগঞ্জ, গোয়ালপাড়া, ধুবরি, দক্ষিণ সালমারা, হাইলাকান্দি, মহারাষ্ট্রের মুম্বই সেন্ট্রাল ও পালঘর, মেঘালয়ে পূর্ব খাসি হিলস, পশ্চিম ত্রিপুরা, সিপাহিজালা।

Related posts

Leave a Comment