November 2, 2025
রাজ্য

রাজ্যে বন্দে ভারতের নিরাপত্তা বাড়াল রেল কর্তৃপক্ষ

সংবাদ কলকাতা: যাত্রা শুরুর দ্বিতীয় দিনেই পাথর হামলার মুখে পড়ল প্রধানমন্ত্রীর স্বপ্নের বন্দে ভারত এক্সপ্রেস। এই ঘটনায় রীতিমতো চিন্তিত প্রসাশন। ঘটনার জেরে রেলের কোচে বাড়ানো হচ্ছে অতিরিক্ত আরএপি ও জিআরপি।

পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, দ্বিতীয়বার যেন এই ঘটনার পুনরাবৃত্তি না হয়, তার জন্য নিরাপত্তা বাড়ানো হয়েছে। তবে সমস্ত রুটেই এই নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। তাই যে সমস্ত জায়গায় এই পাথর হামলার সম্ভাবনা আছে, সেখানে নিরাপত্তা দেওয়া হয়েছে। পাশাপাশি কোচের মধ্যে প্রচার ও লিফলেট বিলির কাজ শুরু হয়েছে। তবে পাথর ছোঁড়ার ঘটনা রাজ্যে নতুন নয়।

Related posts

Leave a Comment