সংবাদ কলকাতা: রাজ্যে ফিরল শীতের আমেজ। একধাক্কায় ২ ডিগ্রি পারদ নেমে গেল। হু হু করে রাজ্যে ঢুকছে উত্তুরে হাওয়া। তারই জেরে নামছে পারদ।
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বৃহস্পতিবারের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াস কম। ফলে শহর কলকাতায় ফিরেছে শীতের আমেজ। কলকাতার পাশাপাশি ঠান্ডা জাঁকিয়ে বসেছে রাজ্যের জেলাগুলিতেও।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলিতেও সর্বনিম্ন তাপমাত্রা ১১-১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। কলকাতায় সকাল ও সন্ধেয় শীতের আমেজ থাকবে। তবে বেলার দিকে ঠান্ডা একটু কমতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যে। শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৮ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে স্বাভাবিকের নীচেই রয়েছে তাপমাত্রা। দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের পার্বত্য এলাকার জেলাগুলিতেও জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। সপ্তাহের শেষেই বাংলায় শীত আরও জাঁকিয়ে বসবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
previous post
next post