25 C
Kolkata
November 1, 2025
রাজ্য

রাজ্যে ডেঙ্গি ৩-র প্রকোপ নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: রাজ্যে দাপিয়ে বেড়াচ্ছে ডেঙ্গি ৩। আর এই নিয়ে নাইসেডের রিপোর্টে রাজ্য সরকারের কপালে চিন্তার ভাঁজ। নমুনা পরীক্ষা করে শতকরা হিসেবে ৭০ ভাগ মিলেছে ডেঙ্গি ৩। সেজন্য রাজ্যবাসী ও স্বাস্থ্য দপ্তরকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, রাজ্যের বেশ কিছু হাসপাতাল থেকে ডেঙ্গির নমুনা পাঠানো হয় নাইসেডে। সেই নমুনা সংগ্রাহকের তালিকায় রয়েছে সরকারি ও বেসরকারি হাসপাতাল। গত আগস্ট মাসে দেখা গিয়েছে, ৫০টি যমুনার মধ্যে ৩৫টি নমুনাতে মিলেছে ডিঙি ৩।
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, এবছর রাজ্যে এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ১০ হাজার। গত ২০১৯ সালে ডেঙ্গি ২ তে আক্রান্ত হওয়ার সংখ্যা বেশি থাকলেও এবার ৩-র প্রকোপ বেড়েছে। গত সোমবার কলকাতা পুরসভা ডেঙ্গি নিয়ে বৈঠক করেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে। সেখানে ডেঙ্গি ৩ নিয়েই বেশি আশঙ্কা প্রকাশ করেন বিশেষজ্ঞরা।

Related posts

Leave a Comment