তৃতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। যার মধ্যে ৮টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এটাই বাংলার প্রথম দফার প্রার্থী তালিকা। এই ৮টি আসনের মধ্যে রায়গঞ্জে প্রার্থী হচ্ছেন আলি ইমরান রামজ (ভিক্টর), মালদহ উত্তরে মুস্তাক আলম, মালদহ দক্ষিণে ইশা খান চৌধুরি, জঙ্গিপুরে মহম্মদ মোর্তাজা হোসেন (বকুল), বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরি, কলকাতা উত্তরে প্রদীপ ভট্টাচার্য, পুরুলিয়ায় নেপাল মাহাত, বীরভূমে মিল্টন রশিদ।
previous post