সুমন মল্লিক, সংবাদ কলকাতা: এবার রাজ্যের শিক্ষা খাতে ২৪২ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র। অবশ্য এব্যাপারে কেন্দ্রকে আগেই চিঠি দিয়েছিল রাজ্য সরকার। রাজ্যের স্কুল শিক্ষা পরিকাঠামোর উন্নতির লক্ষ্যে করা আবেদনের মান্যতা দিল মোদী সরকার। রাজ্যের ২ হাজার স্কুলের পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে ২৪২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
ইতিমধ্যে রাজ্যের প্রত্যেক পড়ুয়া পিছু সপ্তাহে ২০ টাকা অতিরিক্ত ধার্য করেছে রাজ্য। এই খাতে ৩৭২ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। এই মর্মে প্রত্যেক জেলা শাসকের কাছে নির্দেশ পাঠিয়েছে নবান্ন। সূত্রের খবর, জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত সপ্তাহে তিন দিন পড়ুয়াদের পাতে মিলবে মুরগির মাংস। সঙ্গে মিলবে মরসুমী ফল। অষ্টম শ্রেণী পর্যন্ত প্রায় ১ কোটি পড়ুয়া এই উদ্যোগের সুফল পাবে।
previous post