22 C
Kolkata
December 25, 2024
রাজ্য

রাজ্যের চার জেলা শাসক বদলি করল নির্বাচন কমিশন

সংবাদ কলকাতা, ২১ মার্চ: গত শনিবার নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর লোকসভা ভোটে হিংসা ও সন্ত্রাস রোধে একের পর এক পদক্ষেপ শুরু করে জাতীয় নির্বাচন কমিশন। সোমবারই রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল রাজীব কুমারকে বদলির নির্দেশ দেয় কমিশন। এরপর একদিনের জন্য বিবেক সহায়কে ডিজি নিয়োগের ২৪ ঘন্টার মধ্যে নতুন ডিজি হিসেবে সঞ্জয় মুখোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয়। পশ্চিমবঙ্গের মতো একাধিক রাজ্যে প্রশাসনের উচ্চ পদে একাধিক রদবদল করা হয়।

আর আজ বৃহস্পতিবার জেলা প্রশাসনেও রদবদল শুরু করল কমিশন। পশ্চিমবঙ্গ সহ গুজরাট, অসম, ওড়িশা ও পাঞ্জাবে এই রদবদল করা হয়। যেসব উচ্চ পদস্থ আধিকারিক আইএএস ক্যাটেগরির ক্যাডার নন, এদিন মূলত তাঁদেরই বদলি করা হয়। এরাজ্যে এরকম চার জেলা শাসককে বদলির নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এই চার জেলা শাসক হলেন ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং বীরভূমের জেলা শাসক। তাঁদের বদলি করে আইএএস ক্যাডারের তালিকা পাঠাতে রাজ্যকে নির্দেশ দেয় কমিশন। সেই মতো রাজ্য সরকারও বৃহস্পতিবার ১২ জন আইএএস অফিসারের একটি তালিকা কমিশনকে পাঠিয়েছে বলে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment