সংবাদ কলকাতা: আবারও আটকে গেল রাজ্যের ১১ লক্ষ ৩৭ হাজার ঘরের টাকা। তার সঙ্গে অনিশ্চিত হয়ে পড়ল ১০০ দিনের কাজ ও প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার টাকা।
উল্লেখ্য, গত নভেম্বর মাসে বাংলায় ১১ লক্ষ ৩৭ হাজার ঘরের জন্য ৮ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ করে কেন্দ্র সরকার। আগামী ৩১ মার্চের মধ্যে এই টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক একাউন্টে পঠিয়ে দেওয়ার শর্ত দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেই আবাস যোজনার টাকা সঠিকভাবে বন্টিত হচ্ছে না বলে অভিযোগ তোলে বিজেপি।
পাশাপাশি, প্রায় প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিক্ষোভের মুখে পড়ে শাসক দল। এবার এই অভিযোগ নিয়ে ২০ জন বিজেপি বিধায়ক কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রককে ২০০০ অভিযোগ সম্বলিত চিঠি দিল। তারই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক থেকে ৪৯৩ পাতার একটি চিঠি দেওয়া হয়েছে নবান্নকে।
চিঠিতে জানানো হয়েছে, বিভিন্ন খাতে কেন্দ্র সরকারের পক্ষ থেকে যে খরচের হিসাব চাওয়া হয়েছিল, তার উত্তরে সন্তুষ্ট নয় কেন্দ্র। তাই আবার চিঠি দিয়ে হিসাব চাওয়া হয়েছে রাজ্য সরকারের কাছে। সামনেই পঞ্চায়েত ভোট। আর এই সময় কেন্দ্র সরকারের এই সিদ্ধান্ত চরম বিপাকে ফেলেছে রাজ্যকে।
previous post