সংবাদ কলকাতা, ০৩ অক্টোবর: মঙ্গলবার দুপুর একটায় বিধানসভার 2 নম্বর গেটের বাইরে রাস্তায় বসে অবরোধ করে বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখান। একদিকে যখন দিল্লিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কেন্দ্রের প্রতি রাজ্যের একাধিক বঞ্চনার দাবি নিয়ে বিক্ষোভ কর্মসূচি করছেন, অন্যদিকে তখন বিজেপি বিধায়করা রাজ্যের একাধিক দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে বিধানসভার গেটের বাইরে বিক্ষোভ দেখান।
প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের প্রতি কেন্দ্রের আৰ্থিক বঞ্চনার বিরুদ্ধে রাজ্যের শাসক দলের হেভিওয়েট নেতারা যখন দিল্লিতে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেছেন ঠিক সেই সময় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিল্লিতে যান। সেখানে ১০০ দিনের কাজ সহ আবাস যোজনার কোটি কোটি টাকা তছরুপের খতিয়ান তুলে ধরেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছে। যে ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য ও কেন্দ্রীয় রাজনীতিতে।
previous post