32 C
Kolkata
April 19, 2025
রাজ্য

রাজ্যপাল নিযুক্ত সব উপাচার্যের বেতন, ভাতা সহ সমস্ত সুবিধার নির্দেশ দিল আদালত

সংবাদ কলকাতা, ২৮ জুন: রাজ্যপালের অস্থায়ী উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত বৈধ বলে জানিয়ে দিল আদালত। রাজ্যপাল কর্তৃক নিযুক্ত উপাচার্যদের বেতন বন্ধ করা যাবে না। পাশাপাশি, তাঁরা ভাতা সহ সমস্ত সুযোগ সুবিধা পাবেন। এমনটাই জানিয়ে দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মামলাকারী অধ্যাপক সনৎ কুমার ঘোষ। আজ তাঁর আবেদন কার্যত খারিজ করে রাজ্যপালের সিদ্ধান্তকে মান্যতা দিল কলকাতা হাইকোর্ট। বুধবার ডিভিশন বেঞ্চ বিষয়টি নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার কোনও প্রয়োজন আছে বলে মনে করে না। এক্ষেত্রে কোনওভাবে জনস্বার্থ ক্ষুন্ন হয়েছে বলেও মনে করে না আদালত।

প্রসঙ্গত সম্প্রতি রাজ্যের ১১টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল। তবে রাজ্য সরকারের সঙ্গে এবিষয়ে তিনি কোনও আলোচনা করেননি। যদিও এই আলোচনা বাধ্যতামূলক নয়। এই রাজ্যের সঙ্গে সংঘাত শুরু হয়। রাজ্যপালের এই সিদ্ধান্তের বিরুদ্ধে একটি স্পেশাল কমিশনার নিয়োগ করে রাজ্য। সেই কমিশনার রাজ্যপালকে একটি লিখিত বার্তা পাঠায়। যাতে প্রচ্ছন্ন হুমকি দেওয়া হয়েছে বলে আদালত দাবি করেছে।

এবিষয়ে রাজ্যপালের তরফে জানানো হয়, রাজ্য যে তালিকা পাঠিয়েছিল, তাঁদের মধ্যে দুইজন যোগ্য ব্যক্তিকে নিয়োগ করা হয়েছে। বাকিদের অধিকাংশই অযোগ্য। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্ধারিত যোগ্যতা পূরণে তাঁরা ব্যর্থ। শুধু তাই নয়, যেসব বিশ্ববিদ্যালয়ের আগের উপাচার্যের কাজকর্ম নিয়ে একাধিক অভিযোগ রয়েছে, সেখানে রাজ্যপাল নতুন উপাচার্য নিয়োগ করেছেন। পাশাপাশি, যেসব উপাচার্য তাঁদের রিপোর্ট জমা দেননি, তাঁদের স্থানেও নতুন উপাচার্য নিয়োগ করা হয়েছে।

Related posts

Leave a Comment