নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বর্জ্যের কোনও সুব্যবস্থা না থাকায় জরিমানা করা হল রাজ্যকে। কঠিন বর্জ্য ও তরল বর্জ্যের কোনও সুব্যবস্থা না থাকার জন্যে রাজ্যকে জরিমানা করল ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল ( এনজিটি)। জরিমানার পরিমান বিপুল। প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা। এনজিটির বিচারপতি নির্দেশ দেন যে দুমাসের মধ্যে জরিমানানার টাকা জমা দিতে হবে। আর্দশ কুমার গোয়েল বেঞ্চে এই নির্দেশ দেন ১ লা সেপ্টেম্বর। আদালত সূত্রে জানা গিয়েছে যে, একদিকে যেমন গত ৮ বছর ধরে কঠিন বর্জের কোনও ব্যবস্থা করা হয়নি, তেমনি ৫ বছরের মধ্যে তরল বর্জেরও শোচনীয় পরিস্থিতি।
previous post