31 C
Kolkata
April 16, 2025
দেশ

রাজস্থানে হাড় কাঁপানো ঠান্ডা, শীতকালীন ছুটির মেয়াদ বৃদ্ধি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে

জয়পুর: উত্তর ভারতে ঠান্ডার দাপট বাড়ছে। বিশেষ করে রাজস্থান কনকনে ঠান্ডায় কাঁপছে। রাজস্থানের বরণে ইতিমধ্যেই অতিরিক্ত ঠান্ডার কারণে সরকারি ও বেসরকারি স্কুলগুলিতে ছুটি দেওয়া হয়েছে। সোমবার অর্থাৎ ৯ জানুয়ারি পর্যন্ত এই ছুটি রয়েছে।
শীতকালীন ছুটি দেওয়া হয়েছিল স্কুলগুলিতে গত ২৫শে ডিসেম্বর থেকে। ছুটির মেয়াদ ছিল ৫ই জানুয়ারি পর্যন্ত। তবে শৈত্যপ্রবাহের সম্ভাবনা থাকার কারণে ছুটির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।
এখন ভয়ানক ঠান্ডায় কাঁপছে সেখানকার রাজস্থানের মানুষ। একদিকে উত্তরে হাওয়ার দাপট, অপরদিকে দৃশ্যমান্যতা একেবারেই কমে গিয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী দিনে বেশ কিছু এলাকায় ঘন কুয়াশা পড়তে পারে। তবে শীতের প্রবাহের কবলে পড়লে স্কুলগুলিতে ছুটির মেয়াদ আরও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।

Related posts

Leave a Comment