April 9, 2025
দেশ

রাজস্থানে সূর্যনগরী এক্সপ্রেসের আটটি বগি লাইনচ্যুত

পালি, ২ জানুয়ারি: রাজস্থানে ঘটল ট্রেন দুর্ঘটনা। লাইনচ্যুত হয়ে গেল সূর্যনগরী এক্সপ্রেসের ৮টি বগি। আজ, সোমবার ভোরে রাজস্থানের পালির কাছে যোধপুর ডিভিশনের রাজকিওয়াস-বোমাদ্রা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। যদিও হতাহতের কোনও ঘটনা ঘটেনি। রেল সূত্রে জানা গিয়েছে, মুম্বইয়ের বান্দ্রা থেকে যোধপুরের দিকে যাচ্ছিল ওই প্যাসেঞ্জার ট্রেনটি। রাত ৩টে ২৭ মিনিট নাগাদ রাজস্থানের মারওয়ার জংশন পার হতে গিয়েই দুর্ঘটনাটি ঘটে। তখন ট্রেনে হঠাৎ জোরালো একটি ঝাঁকুনি লেগে ট্রেনটি থেমে যায়। ট্রেনটির স্লিপার ক্লাসের ৮ টি কামরা লাইনচ্যুত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয়েছে ১১টি বগি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। আনা হয় অ্যাম্বুল্যান্সও। তবে ট্রেনের যাত্রীরা বড়সড় দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছেন। যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে প্রশাসন। সেজন্য একটি বাসেরও বন্দোবস্ত করা হয়েছে। একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে রাজস্থান সরকারের পক্ষ থেকে।

Related posts

Leave a Comment