19 C
Kolkata
December 23, 2024
দেশ

রাজস্থানে বিয়েবাড়ির অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে মৃত ৪

সংবাদ কলকাতা: একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ অগ্নিকান্ড ঘটল রাজস্থানে। রান্নার সিলিন্ডার ব্লাস্ট করে মৃত্যু হয়েছে ৪ জনের। ঘটনায় ৬০ জনেরও বেশি নিমন্ত্রিত অতিথি জখম হয়েছেন। অনেকের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে রাজস্থানের যোধপুর জেলার ভাঙ্গুর গ্রামে।

জানা গিয়েছে, গতকাল রাতে সেই গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান ছিল।  খাওয়া দাওয়ার পাশাপাশি চলছিল রান্নাও। তখন আচমকাই একটি গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে।বিস্ফোরণের দাপটে উড়ে যায় অনুষ্ঠান বাড়ির একাংশ। ঘটনাস্থলেই আগুনে পুড়ে প্রাণ হারান ৪ জন। আহতদের মধ্যে অনেকের আঘাতই অত্যন্ত গুরুতর।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। আহতদের মধ্যে বেশ কয়েকজন মহিলা ও শিশুও রয়েছে। এদিকে গতকাল রাতে এই বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী ও পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহায়তায়  আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।  আজ, সন্ধ্যায় আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করতে যান রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত।

Related posts

Leave a Comment