33 C
Kolkata
April 14, 2025
দেশ

রাজস্থানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত ১২, জখম ১১

জয়পুর,১৩ সেপ্টেম্বর: রাজস্থানের ভরতপুরে ট্রাকের চাকায় পিষ্ট ১২ জন বাসযাত্রী। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও ১১ জন। এখানকার লক্ষ্মণপুরে উড়ালপুল সংলগ্ন এলাকায় ঘটেছে এই ঘটনা। জানা গিয়েছে, বেশ কয়েক জন তীর্থযাত্রী সহ পুষ্কর থেকে বৃন্দাবনের দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। কিন্তু মাঝপথে জ্বালানি তেল শেষ হয়ে যাওয়ায় লক্ষ্মণপুরে একটি উড়ালপুলে বাসটি দাঁড়িয়ে যায়। তখন যাত্রীরা বাস থেকে নেমে রাস্তার উপর দাঁড়িয়ে থাকায় কাল হয়ে দাঁড়ায়। দ্রুত গতিতে আসা একটি ট্রাক তাদের পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই ১১ জন যাত্রীর মৃত্যু হয়। আরও ১ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জখম আরও ১১ জনের বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসা চলছে। মৃতদের মধ্যে কয়েকজন গুজরাটের তীর্থযাত্রী বলে জানা গিয়েছে।

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। এছাড়া জখমদের মাথা পিছু ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হবে বলে প্রধানমন্ত্রীর তরফে জানানো হয়েছে। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। শোকপ্রকাশ করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। তিনি গুজরাটের মৃত তীর্থ যাত্রীদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন।

Related posts

Leave a Comment