হনুমানগড়: রাজস্থানের হনুমানগড়ে হাইরোডে পথ দুর্ঘটনা। এই ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের। প্রসঙ্গত, বিসরাসর গ্রামের কাছে একটা ট্রাক এসে গাড়িটিতে ধাক্কা মারায় এই দুর্ঘটনা ঘটে। যার কারণে গাড়িতে থাকা ৫ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। একজন জখম অবস্থায় থাকায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশের ধারণা, গাড়ির গতিবেগ অত্যন্ত বেশি থাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটিকে ধাক্কা মারে। চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। চালকের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। পুলিশ বিষয়টির তল্লাশি চালাচ্ছে।
previous post