সংবাদ কলকাতা: সোমবার হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ বয়কটের ডাক দিয়েছিলেন তৃণমূলের আইনজীবী সেলের একাংশ। পোস্টার পড়ে তাঁর এজলাসে এবং বাড়িতে। এই ঘটনায় এবার মুখ খুললেন বার অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণাভ ঘোষ। তিনি বলেন, এই ঘটনার বিষয়ে তিনি কিছুই জানেন না। তিনি আরও বলেন, এভাবে বিচারের কাজে বাধা দেওয়াকে আমি সমর্থন করি না। কেন একজন বিচারপতির এজলাস বয়কট করতে হবে? রায় তৃণমূলের পক্ষে যাচ্ছে না তাই? আমি মনে করি না, এমনটা করা উচিত।
এরপর বিচারপতি মান্থা বলেন, ১৩ নম্বর কোর্টে অনেকগুলি গুরুত্বপূর্ণ কেস আটকে আছে। তার শুনানি করতেই হবে। তাই যারা শুনানিতে অংশ নেবেন না, তাঁদের বাদ দিয়েই শুনানি হবে। প্রয়োজনে এজলাসের সামনে পাহারা বাড়ানো হবে। যারা শুনানিতে সওয়াল জবাব করতে চান, তারা যেন বাধাপ্রাপ্ত না হন। এজন্য তিনি কোর্টের দায়িত্বপ্রাপ্ত ইন্সপেক্টর ও রেজিস্ট্রার জেনারেলকে ডেকে পাঠান।