সংবাদ কলকাতা: গত সোমবার ও মঙ্গলবার হাইকোর্টের ১৩ নম্বর এজলাসের সামনে তৃনমুলের সমর্থক বলে পরিচিত আইনজীবীদের একাংশ বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ বয়কটের ডাক দেন। এমন কি তার এজলাসের সামনে ও মান্থার বাড়ি সংলগ্ন এলাকায় বহু রঙের অপমানজনক পোষ্টার লাগানো হয়। যে ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ রাজ্যপাল সিভি আনন্দ বোস। তড়িঘড়ি তিনি রাজভবনে ডেকে পাঠান কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকাকে।
জানা গিয়েছে, মঙ্গলবার রাতেই তাঁদের ডেকে পাঠানো হয়। কড়াভাবে নির্দেশ দেওয়া হয় বিচারপতি মান্থার নিরাপত্তা সুনিশ্চিত করতে। তদন্ত করে দেখতে বলা হয়েছে কে বা কারা তাঁর বাড়ি সংলগ্ন এলাকায় পোষ্টার লাগিয়েছে।
রাজ্যপাল বলেন, রাজশেখর মান্থা একজন বিচারপতি। তাঁর রায় সব সময় সবার পছন্দ হবে এমন নয়। তাঁর রায় পছন্দ না হলে সুপ্রিম কোর্টে যেতে পারে। কিন্তু তার জন্য কোনও বিচারপতির এজলাস বয়কট করা যায় কি? এখন বিচারপতিকে এমন সুরক্ষার নির্দেশ দিলেন যেন বিচারপতির আস্থা অর্জন করা যায়। গোটা ঘটনা নয়াদিল্লিতে জানাবেন বলে জানিয়েছেন তিনি।