সংবাদ কলকাতা: রাজারহাটে একটি অভিজাত আবাসনে সুন্দরী নর্তকীর দেহ উদ্ধার। মৃত যুবতীর নাম শ্বেতা রানী। সে পাঞ্জাবের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই আবাসনে মহেশপ্রসাদ জয়সওয়াল নামে এক ব্যক্তির সঙ্গে লিফ টুগেদারে ছিলেন ওই যুবতী। এদিন ওই যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধারের পর হাসপাতালে নিয়ে যান মহেশপ্রসাদ। কিন্তু বাগুইআটির ওই হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপর সুযোগ বুঝে পালানোর চেষ্টা করেন মহেশপ্রসাদ।
কিন্তু পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের তৎপরতায় ধরা পড়ে যান যুবতীর লিভিং পার্টনার। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, শ্বেতাকে সন্দেহ করতেন মহেশ। এই নিয়ে তাঁদের মধ্যে মাঝেমধ্যেই ঝগড়া হত। গতকাল একই কারণে আত্মঘাতী হন শ্বেতা। অবশেষে দরজা ভেঙে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করেন মহেশ। যদিও তিনি কতটা সত্য বলছেন তা নিয়ে যথেষ্ট সন্দিহান পুলিশ। কারণ শ্বেতার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। দেহটি ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে।
next post