সংবাদ কলকাতা, ২ অক্টোবর: আজ, সোমবার সকাল ৮ টার সময় রাজভবনে, গান্ধী মূর্তি উন্মোচন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে এই কর্মসূচি গ্রহণ করা হয়। এদিন রাজ্যপাল বলেন, ‘ব্রিটিশদের বিরুদ্ধে গান্ধীজি লড়াই শুরু করেছিলেন। কিন্তু, বর্তমানেও সেই দুর্নীতি ও সন্ত্রাস চলছে। গান্ধীজি এই সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। সেজন্য তাঁকে স্মরণ করা উচিত।’