April 12, 2025
রাজ্য

রাজভবনে ‘অ্যান্টি করাপশন সেল’ খোলা নিয়ে যা বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

সংবাদ কলকাতা, ২ আগস্ট: এবার রাজভবনে ‘অ্যান্টি করাপশন সেল’ খোলা নিয়ে মুখ খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলেন, ‘দুর্নীতি দমনে মুখ্যমন্ত্রী যা বক্তব্য রেখেছেন আমরা সেই মত কাজ করছি।’ উল্লেখ্য, পঞ্চায়েত ভোটার সময় তিনি রাজভবনের অন্দরেই খুলেছিলেন ‘পিসরুম’। এর পর শিক্ষক নিয়োগে পাহাড় প্রমান দুর্নীতির প্রেক্ষাপটে রাজভবনের অভ্যন্তরেই ‘অ্যান্টি করাপশন সেল’ খুলে রাজ্য রাজনীতিতে বিতর্ক বাড়িয়ে দিয়েছেন তিনি। শাসক দলের পক্ষ থেকে রাজ্যপালকে বারবার আক্রমন করা হচ্ছে। অবশেষে মৌনতা ভেঙ্গে নিন্দুকদের মুখের উপর যোগ্য জবাব দিলেন তিনি। তিনি বলেন, ‘কাউকে টাকা দেবেন না। আমরা চুরি বরদাস্ত করব না। যদি কেউ টাকা চায়, তার ছবি তুলে রাখুন। সেটা আমাকে পাঠান। আপনারা বলতে পারেন, এটা কে বলেছেন? এই অনুপ্রেরণা থেকেই আমি অ্যান্টি করাপশন সেল খুলেছি।’ তিনি কোচবিহারে মুখ্যমন্ত্রীর দেওয়া বক্তব্যের উল্লেখ করে বলেন,’মুখ্যমন্ত্রী যা বলেছেন আমরা তাই করেছি। রাজ্যের কোথাও দুর্নীতি হলে আমাদের জানান আমরা তা যথাযথ জায়গায় পৌঁছে দেব। রাজভবন তার নিজস্ব গন্ডির মধ্যে থেকেই কাজ করছে।’ তিনি আরও বলেন,’অ্যান্টি করাপশন সেল’-এর মাধ্যমে যাদের কণ্ঠ রুদ্ধ, তাদের কণ্ঠে স্বর দেওয়ার চেষ্টা করছি। বন্ধুহীনদের বন্ধু হওয়ার চেষ্টা করছে রাজভবন।’ রাজ্যপালের এই সিদ্ধান্তের বিরুদ্ধে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “সম্পূর্ণভাবে রাজভবন থেকে যেভাবে উচ্চশিক্ষাকে কুক্ষিগত করার চেষ্টা চলছে, এটা একটা অ-বিজেপি শাসিত রাজ্য, যেকোনও রাজ্যেই এই চেষ্টা চলছে। তবে এই রাজ্যে নজিরবিহীন। উচ্চশিক্ষা দফতরের সঙ্গে আলোচনা না করে, এটা যখন উনি করছেন, তখন উনি ধরে নিচ্ছেন প্রতিষ্ঠান দুর্নীতির আখড়া। যা নজিরবিহীন এবং অগণতান্ত্রিক। আমরা শীর্ষ আদালতে যাওয়ার কথা ভাবনাচিন্তা করছি।”

Related posts

Leave a Comment