স্ত্রী কংগ্রেস বিধায়ক। আর স্বামী বিএসপির লোকসভা প্রার্থী। ভোটের আবহে তাঁরা দুজন রাজনৈতিকভাবে ভিন্ন মতাদর্শী হওয়ায় এক ছাদের তলায় থাকা উচিত নয়। এই অজুহাতে ঘর ছাড়লেন মধ্যপ্রদেশের বিএসপি নেতা কঙ্কর মুঞ্জারে। তবে প্রাক্তন বিধায়ক ও সাংসদ কঙ্কর জানিয়েছেন, ১৯ এপ্রিল তাঁর কেন্দ্রে ভোট শেষ হবে তারপর সে বাড়ি ফিরবে। অপরদিকে, তাঁর স্ত্রী বিধায়ক অনুভা বলেন, স্বামীর এই সিদ্ধান্তে তিনি অত্যন্ত ব্যথিত। তিনি কখনো ভাবতে পারেননি, ৩৩ বছরের এই বিবাহিত জীবনে বাড়ি ছেড়ে চলে যাবেন। কিন্তু রাজনৈতিক আদর্শের জন্য তাঁর স্বামী তা করলেন।