আগামী ১৩ই মে বীরভূম লোকসভা কেন্দ্রের ৪২ নম্বর আসনের জন্য ভোট গ্রহণ করা হবে। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী নির্বাচিত হয়েছেন গতবারের বিজয়ী প্রার্থী শতাব্দী রায়। অন্যান্য জায়গার পাশাপাশি রাজনগর ব্লকেও তিনি প্রচার করলেন। বুধবার সকাল প্রায় দশটা নাগাদ রাজনগর ব্লকের তাঁতীপাড়ার হাটতলায় তিনি নির্বাচনী প্রচার শুরু করেন এবং এরপর বিভিন্ন গ্রামে নির্বাচনী প্রচার করে বেলেড়া মা দুর্গা মন্দিরে পূজো দেন এবং চন্দ্রপুর অঞ্চলের পাতাডাঙ্গা গ্রামে সন্ধ্যা প্রায় ছয়টা নাগাদ তিনি তাঁর নির্বাচনী প্রচার এদিনের মতো শেষ করেন। বুধবার শতাব্দী রায় রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বদের নিয়ে রাজনগরের বিভিন্ন অঞ্চলের ১১ টি জায়গায় নির্বাচনী প্রচার করেন। শতাব্দি রায় নির্বাচনী প্রচারে গিয়ে লক্ষীর ভান্ডার সহ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন। পাশাপাশি আগামী ১৩ই মে চার নম্বর বোতাম টিপে জোড়া ফুলে ভোট দিয়ে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করার আবেদন জানান তিনি।
