সংকল্প দে, বীরভূম: বীরভূমের রাজনগর ব্লকের তাঁতিপাড়ায় বীরভূম জনসভা প্রতিষ্ঠানের উদ্যোগে আজ স্বাধীনতা সংগ্রামী ও সমাজসেবী প্রয়াত মিহিলাল চট্টোপাধ্যায়ের ১২৩তম জন্মদিবস পালন করা হল। প্রভাত ফেরী সহ বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠান পালন করা হয়। উল্লেখ্য, ১৯০১ সালে মিহিললাল চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন। ১৯৩৭ সালে তিনি নদীয়ার কৃষ্ণনগর থেকে বীরভূমের তাঁতিপাড়ায় আসেন ও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে দরিদ্র ও আর্ত মানুষের সেবাই নিজেকে নিয়োজিত করেন। ১৯৭১ সালে জনসভা করার লক্ষ্যে তিনি তাঁতিপাড়ায় প্রতিষ্ঠা করেন বীরভূম জনসভা প্রতিষ্ঠান। যার সুনাম আজ জেলা ছাড়িয়ে রাজ্যেজুড়ে। আজকের এই জন্ম দিবস পালন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মলয় ভক্ত, গৌরহরি মন্ডল, তুষার ঘোষ, অনিল কুন্ডু, প্রদীপ পাল, ভজহরি মন্ডল অমিতজ্যোতি দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
next post