সংবাদ কলকাতা, ৫ নভেম্বর: শনিবার রবীন্দ্র সরোবরে ডুবে গেল একটি ডিঙি নৌকা। নৌকার দাঁড় টানা অনুশীলন করতে গিয়ে ঘটে এই দুর্ঘটনা। জানা গিয়েছে, আজ সকালে রোয়িং করার সময় একটি ডিঙি নৌকা আচমকাই উল্টে যায়। সেই সময় একজন সিনিয়ার রোয়ার অনুশীলন করছিলেন। তিনি জলে পড়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করা হয়। উদ্ধারের জন্য সরোবরে থাকা একটি লাইফ সেভিং বোট ব্যবহার করা হয়।
উল্লেখ্য, এর আগে গত ২১ মে একইভাবে রবীন্দ্র সরোবরে একটি দুর্ঘটনা ঘটে। সেদিন প্রতিকূল আবহাওয়ার মধ্যে রোয়িং করতে গিয়ে জলে ডুবে যান দুই রোয়ার। সেই দুর্ঘটনায় ওই দুই রোয়ারের মৃত্যু হয়। ফলে ক্যালকাটা রোয়িং ক্লাব তাৎক্ষণিকভাবে সরোবরে রোয়িং বন্ধ করে দেয়। সম্প্রতি সরোবরে ফের রোয়িং অনুশীলন শুরু হয়েছে। পাশাপাশি, রোয়ারদের সুরক্ষায় বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যার ফলে যেকোনও জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলা করা সম্ভব হচ্ছে।
previous post