29 C
Kolkata
August 2, 2025
কলকাতা

রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৩তম প্রয়াণ দিবস পালন ‘কাঁকিনাড়া শিল্পাঙ্গন নাট্য সংস্থা’-র

সংবাদ কলকাতা: মঙ্গলবার বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৩তম প্রয়াণ দিবস পালন করল “কাঁকিনাড়া শিল্পাঙ্গন নাট্য সংস্থা”। 8 অগাস্ট রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৩তম প্রয়াণ দিবস। “কাঁকিনাড়া শিল্পাঙ্গন নাট্য সংস্থা” কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানাতে সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। সহযোগিতায় থিয়েটার মগজ পত্রিকা। সঙ্গীত, নৃত্য, কবিতা এবং নাটকের মাধ্যমে তাঁর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। নাটক মঞ্চস্থ করে “কলকাতা রঙ্গ শিষ্য ” এবং শ্রুতি নাটক করে “কাঁকিনাড়া সুকথা “।

উল্লেখ্য, কাঁকিনাড়া শিল্পাঙ্গন নাট্য সংস্থা” দীর্ঘ ৯ বছর মানুষের জন্য কাজ করছে। তাঁদের উদ্যোগে দর্শকদের উপহার দিয়েছেন নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও এরা বিভিন্ন সামাজিক কর্মের মাধ্যমে মানুষের পাশে থাকেন।

Related posts

Leave a Comment