সংবাদ কলকাতা: রবীনা ট্যান্ডন বলিউড জগতের অতি জনপ্রিয় একজন নায়িকা। বিখ্যাত ডিরেক্টর রবি ট্যান্ডন-এর মেয়ে রবীনা ট্যান্ডন। তাঁর প্রথম সিনেমা “পাথর কে ফুল”, যেটি ফিল্মফেয়ার পুরস্কার পায়।
তবে তিনি কি আদৌ কারও মা, নাকি মেয়ে বোঝা বড্ড দায়! সম্প্রতি রবীনা ট্যান্ডন তাঁর ইইন্সটাগ্রামে নিজের বেশ কিছু ছবি পোস্ট করেছেন। তাঁর সেই ছবি দেখে তাজ্জব নেট দুনিয়া। তাঁর অনুগামীরা নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না যে, আদৌ কি তাঁরা রবীনাকে দেখছেন, নাকি অন্য কেউ? ছবি দেখে মনে হচ্ছে, যেন স্কুলে পড়া একটি বাচ্চা মেয়ে।
অভিনেত্রী তাঁর যে ছবিগুলো ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, সেখানে তাঁকে কালো রঙের একটি হুডি এবং ডেনিম ব্লু শর্ট প্যান্ট পরে থাকতে দেখা গিয়েছে। তাঁর পোস্ট করা প্রতিটি ছবি দেখেই বোঝা যাচ্ছে যে, তাঁর ঘুম পেয়েছে। এবং তিনি সদ্যই ঘুম থেকে উঠে এই ছবিগুলো তুলেছেন।
অভিনেত্রী ছবিটি শেয়ার করে লিখেছেন “আপনি যখন সকাল ৫টার সময়ে শুট করার জন্য ওঠেন এবং বুঝতে পারেন যে, আজ রবিবার আর আজকেই আপনাকে সারা সপ্তাহের সমস্ত কাজ, সব জিনিস ঠিক করতে হবে।’
তাঁর এক ভক্ত এই পোস্টে কমেন্ট করেছেন, ‘আপনার সত্যি ৪৮ বছর বয়স? সত্যি!’ আরেক ব্যক্তি তাঁকে প্রশ্ন করেন ‘কী করে নিজেকে মেনটেন করো?’
previous post