নতুন দিল্লি: রাষ্ট্রপতি ভবনের ১৫ একর জমির উপর অবস্থিত সুদৃশ্য উদ্যানের নাম বদলে ‘অমৃত উদ্যান’ রাখা হল। আগে এই উদ্যানের নাম ছিল ‘মুঘল গার্ডেন’। শনিবার কেন্দ্র সরকার মুঘল গার্ডেনের নতুন নাম দিল অমৃত উদ্যান।
প্রায় ১৫ একর জমির উপর তৈরি এই উদ্যান সেজে উঠেছে মরসুমি ফুলে। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে আজাদি কা অমৃত মহোৎসব পালন করছে মোদী সরকার। রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুর ডেপুটি প্রেস সচিব নবিকা গুপ্ত জানান, আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উদ্যানটির নাম রাখেন ‘অমৃত উদ্যান’।
আগামীকাল ২৯ জানুয়ারি রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন এই উদ্যানের। ৩১ জানুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় রাষ্ট্রপতি ভবনের এই উদ্যান। কেন্দ্র সরকারের তরফে এবার সারা বছরের জন্য উদ্যানটি খোলা রাখার পরিকল্পনা করা হয়েছে।
যদিও রাষ্ট্রপতি ভবনের ওয়েবসাইটে অমৃত উদ্যানের পাশাপাশি মুঘল গার্ডেনের নাম উল্লেখ করা হয়েছে। ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, “এতদিন প্রতি বছর ফেব্রুয়ারি এবং মার্চে উদ্যান উত্সবের সময় জনসাধারণের জন্য খোলা হত এই বাগান। এখন জনসাধারণের জন্য আগস্ট থেকে মার্চ পর্যন্ত খোলা থাকবে এই বাগানটি।”
উল্লেখ্য, এর আগেও মোদী সরকার অনেক ইমারত, রাস্তা, স্টেশনের নাম বদল করেছে। যেমন, মুঘলসরাই স্টেশনের নাম দীনদয়াল উপাধ্যায়, এলাহবাদের নাম প্রয়াগরাজ, দিল্লির রাজপথের নাম বদলে কর্তব্যপথ করা হয়েছে।