নতুন দিল্লি, ২৮ মে: রণজিৎ সিং হত্যা মামলায় ডেরা সাচ্চা সৌদা প্রধান গুরুমিত রামরহিমকে বেকসুর খালাস করে দিল হরিয়ানা ও পাঞ্জাব হাইকোর্ট। ২০২১ সালে এই মামলায় আগে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল সিবিআই-এর বিশেষ আদালত। তখন সিবিআই আদালতের পর্যবেক্ষণ ছিল, রামরহিম তাঁর অনুগামী মহিলাদের যৌন নিগ্রহের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একটি চিঠির প্রচার করেছিলেন। সেজন্য তাঁর ওপর ক্ষুব্ধ হন রামরহিম। সেজন্য তাঁকে খুন করা হয় বলে অভিযোগ। এই মামলায় রামরহিমের সঙ্গে আরও চারজন দোষী সাব্যস্ত হন। অভিযোগ, অন্যান্য অভিযুক্তদের সঙ্গে রামরহিমে চক্রান্ত করেছিলেন তাঁকে খুনের ব্যাপারে। ফলে ১০ জুলাই ২০০২ সালে ডেরা ম্যানেজার রণজিৎ সিংকে হত্যা করা হয় বলে অভিযোগ। এবার সেই মামলায় রামরহিম ও অন্যান্য চার অভিযুক্তের দোষ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস করা হল।
previous post
next post