33 C
Kolkata
August 2, 2025
খেলা

রজত পাটীদারের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট বিশেষজ্ঞরা

রজত পাটীদার৷ এবারে আইপিএল ক্রিকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছেন৷ গত রবিবার ইডেন উদ্যানে কলকাতা নাইট রাইডার্স শিবিরকে বেশ উদ্বেগের মধ্যে ফেলে দিয়েছিলেন রজত পাটীদার৷ বেঙ্গালুরুর হয়ে তিনি দারুণ একটা ইনিংস খেললেন৷ পাটীদারের খেলা দেখে ক্রিকেট বিশেষজ্ঞরা প্রশংসায় পঞ্চমুখ৷ এবারের আইপিএল ক্রিকেটে বেঙ্গালুরু দল সেইভাবে নিজেদের প্রকাশ করতে পারছে না৷ যার ফলে পাটীদারের খেলাটাও দর্শকদের মন জয় করতে বড় ভূমিকা নিচ্ছে না৷ বেঙ্গালুরুতে সুযোগ পাওয়ার খবর প্রথমে তাঁর কাছে পৌঁছে দিয়েছিলেন বিরাট কোহলি৷ আইপিএল ক্রিকেটে ব্যস্ততার মধ্যেই বেঙ্গালুরুতে যোগ দেওয়ায় স্মৃতিচারণ করছিলেন পাটীদার৷ ইডেন গার্ডেন্সের গ্যালরিতে বসে তিনি বলেন, সব ক্রিকেটারের জীবনে এক একটা দিন স্মরণীয় হয়ে থাকে৷ জীবনও বদলে দেয়৷ বেঙ্গালুরুতে যোগ দেওয়ার পরে সেই দিনটা আমার কাছে আজও মনে করিয়ে দেয়৷

তিনি বলেন, আমার পরিবারে কেউই ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন না৷ তবে, মা-বাবা আমাকে সবসময় উৎসাহ দিয়েছেন৷ পড়াশুনো করতে করতে খেলার মাঠে যাওয়া৷ বাবা বলতেন, খেলা করো কিন্ত্ত পড়াশুনোতে কোনও ফাঁকি দেওয়া যাবে না৷ তারপরে কখনও কখনও পারিবারিক ব্যবসার কথাও বলতেন৷ ছোটবেলা থেকেই ক্রিকেট নিয়ে থাকতে ভালোবাসতাম৷ সবসময়ই চেষ্টা করতাম বিরাট কোহলি ও রোহিত শর্মার মতো ব্যাট করতে হবে৷ শচীন তেণ্ডুলকর আমার আদর্শ ক্রিকেটার৷ তবে, রাহুল দ্রাবিড়ের খেলা আমার ভালো লাগত৷ এখন সবসময় বিরাট ও রোহিতের ব্যাটিং স্টাইল দেখে সেইরকম ভাবেই খেলার চেষ্টা করে থাকি সবসময়৷ এই কথা বলতে বলতেই পাটীদার নাইটরাইডার্সের কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের প্রশংসা করেন৷ পাটীদারের ছোটবেলার কোচ ছিলেন এই চন্দ্রকান্ত পণ্ডিত৷

প্রথমবার বেঙ্গালুরুতে যখন পরিবর্ত খেলোয়াড় হিসেবে যোগ দিয়েছিলেন পাটীদার, তখন তাঁর বিয়ে ঠিক হয়ে গিয়েছিল৷ আইপিএল ক্রিকেটে খেলার সুযোগ পেয়েও খেলতে পারেননি বিয়ের কারণে৷ যখন জানতে পেরেছিলেন পাটীদার বেঙ্গালুরু তাঁকে নিচ্ছে, তখন খুব আনন্দই হয়েছিল৷

Related posts

Leave a Comment