উত্তরপ্রদেশের কানপুরে রক্তাত দেহ উদ্ধার হল এক নাবালিকার। স্থানীয় সূত্রে, খবর তার মা মারা গিয়েছেন বছর পাঁচেক আগে। সৎমায়ের নির্মম অত্যাচারীর স্বীকার সেই নাবালিকা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ঘটনার ভিডিও। সেখানে দেখা গিয়েছে যে, তার সারা দেহে আঘাতের চিহ্ন। এছাড়াও বাড়ির খড়ের গাদায় মাটি চাপা দিয়ে রাখা হয়েছে ওই নাবালিকার দেহ। তার বাবা দেহটি ঝোলাতে ঝোলাতে বাড়িথেকে বের করে করে নিয়ে যাচ্ছে। তারপর পুলিশ ঘটনাস্থলে এসে তার সৎমা ও বাবাকে গ্রেফতার করেন। স্থানীয়রা জানিয়েছেন ,ওই অভিযুক্তের প্রথম পক্ষের কোটি সন্তান ছিল।
previous post
next post