রাকেশ সেন, বর্ধমান: পশ্চিমবঙ্গের স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে আরও গতিশীল ও সবল করার লক্ষ্যমাত্রা নিয়ে এবং ব্লাড সেন্টারে রক্তের ভান্ডার পরিপূর্ণ করার উদ্দেশ্যে স্বেচ্ছা রক্তদান কর্মকাণ্ডে যুক্ত সংগঠন ও কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল রাজ্য সম্মেলন। ২ ও ৩ মার্চ, ২০২৪ পূর্ব বর্ধমান শহরের বর্ধমান মেডিকেল কলেজ অডিটোরিয়ামে প্রয়াত প্রফেসর দেবব্রত রায় মঞ্চে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটির আয়োজনে এবং পূর্ব বর্ধমান জেলা ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটি ও বর্ধমান ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় এই ঐতিহাসিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল। পশ্চিমবঙ্গর ২৩টি জেলা থেকে ৩০০-র বেশি প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনে রাজ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিক সহ স্থানীয় সমাজসেবা ও প্রশাসনিকভাবে যুক্ত গুণীজন ও ব্যক্তিদের উজ্জ্বল উপস্থিতি এই সম্মেলনকে আরও সফল করে তোলে।
সোসাইটির তরফে আহ্বায়ক কবি ঘোষ বলেন, “বিন্দু বিন্দু রক্ত দিয়ে আমরা লক্ষ্য প্রাণ বাঁচানোর অঙ্গীকারে পশ্চিমবঙ্গের প্রতিটি অঞ্চলে স্বেচ্ছা রক্তদানকে আরও মজবুত ও দৃঢ় করার লক্ষ্য নিয়ে এই সম্মেলনের আয়োজন করি। পূর্বে এই রাজ্যে এত বড় মহাসম্মেলন আগে কখনও অনুষ্ঠিত হয়নি।”
তিনি বলেন, “এই সম্মেলন বর্ধমান শহর তথা রাজ্যের প্রতিটি জেলা থেকে আগত এবং সম্মেলনে উপস্থিত সকল প্রতিনিধিদের মনে স্মরণীয় হয়ে থাকবে। এটা আশা রাখি, আমাদের এই সম্মেলন থেকে আমরা কিছু প্রস্তাব ও ভাবনা সরকারের কাছে রাখব। আশা করি, সেগুলো সঠিকভাবে গৃহীত হলে আমাদের এই আন্দোলন আরও অনেক বেশি প্রসারিত হবে।”
previous post